বাউফলে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও শিশু দিবস উদযাপিত

বাউফলে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও শিশু দিবস উদযাপিত

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে সারা দেশের ন্যায় নানা আয়োজনের মধ্যদিয়ে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায়  উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় জনতা ভবনে দলীয় ও জাতীয় পতাকা  উত্তোলন শেষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন মুজিববর্ষ উদযাপন কমিটির আহব্বায়ক সরকারি প্রতিষ্ঠানের সভাপতি ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি,উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার,ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, এপিএস আনিচুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক , জেলা পরিষদের সদস্য হারুন অর-রশিদ সহ প্রমুখ।
 অপরদিকে প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পন করা হয়। এরপর আওয়ামীলীগের দলীয় কার্যালয় জনতা ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের আতœার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে উপজেলা আওয়ামীলীগ অফিসে কোরআন খানী, থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে জন্মশত বর্ষ পালনের শুভ সূচনা করা হয়। এ ছাড়া মসজিদে মসজিদে দোয় ও অন্যান্য উপাশনালয়ে বিশেষ প্রার্থনা, ৭ই মার্চের ভাষণ প্রচার ও বর্নীল সাজে সজ্জিত করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ন ভবন ও সড়ক।